রবিবার জেএনইউ ক্যাম্পাসে ঢুকে মুখোশধারীরা যে তান্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবিবার সন্ধ্যায় জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ আরও অনেক পড়ুয়ার উপরে হামলার খবর আসতেই টুইটারে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তিনি ফের মুখ খুললেন। আরও কড়া ভাষায় বললেন, ‘‘এটা একটা ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক।’’ শুধু জেএনইউতে বা দিল্লিতে নয়, লখনউ, মোরাদাবাদ-সহ গোটা দেশে একই ঘটনা ঘটানো হচ্ছে বলেও তোপ দাগলেন তিনি।
মমতা বলেন, ‘‘আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি ছাত্র রাজনীতি দিয়েই। আমি ছাত্র রাজনীতিটা খুব ভাল ভাবে জানি। গণতন্ত্রের উপরে যে রকম ভয়ঙ্কর আঘাত হানছে, কেউ মুখ খুললেই যে ভাবে পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছে, সে রকম ভারতে কখনও হয়নি।’’ গোটা ছাত্র সমাজের প্রতি এ দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ভারত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তাঁর কথায়, ‘‘আমি পুরো ছাত্র সমাজকে বলব, একত্রিত হন, একসঙ্গে লড়াই করুন, আসুন এই সরকারের বিরুদ্ধে এক হয়ে লড়াই করি।’’

দেশে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম চলছে বলেও এ দিন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘খুব ভয়ঙ্কর অবস্থা। আমি জানি না কালকে কী হবে। যেন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম লড়ছি।’’ ‘‘আমি পুরো ছাত্র সমাজকে বলব, একত্রিত হন, একসঙ্গে লড়াই করুন, আসুন এই সরকারের বিরুদ্ধে এক হয়ে লড়াই করি।খুব ভয়ঙ্কর অবস্থা। আমি জানি না কালকে কী হবে। যেন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম লড়ছি।’’ জেএনইউ কান্ডের পর বিজেপি-র বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান মমতার

మరింత సమాచారం తెలుసుకోండి: