বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। আর আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যকে জানিয়েছেন দেশের মধ্যে সবচেয়ে করোনা মৃত্যুর হার বাংলাতেই বেশি। ১৩.২ শতাংশ। ৮ মে রাজ্যের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮।  আর এর মধ্যেই গুজব চলছে। খাসির বদলে কুকুরের মাংস বিক্রি হচ্ছে কলকাতায়, এমনই গুজব রটানো হয়েছিল। আর সেই গুজব রটানোর জন্যেই চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, দক্ষিণ শহরতলির গল্ফ গ্রিন-বিজয়গড়ের কাছে শ্রী কলোনি বাজারে কুকুরের মাংস বিক্রি করার অভিযোগ উঠল এক দোকানদারের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ওই মাংস বিক্রেতা কুকুরের মাংস বিক্রি করছেন, এই অভিযোগকে ঘিরে হই চই শুরু হয়। দোকানে তিনি কুকুর আটকে রেখেছেন বলেও অভিযোগ ওঠে। ওই তল্লাট নেতাজিনগর থানা এলাকায়। কিছুক্ষণের চেঁচামেচি হইহট্টগোলের পর খবর পৌঁছয় থানায়। পুলিশ যায় ঘটনাস্থলে। এরপরই শুরু হয় তদন্ত। ওই মাংস বিক্রেতাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লেও, শুক্রবারের রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যা কমেছে। রাজ্য সরকার জানিয়েছে, কলকাতায় ৬ তারিখে কনটেইনমেন্ট জোন ছিল ৩৩৪। আজ তা কমে দাঁড়িয়েছে ৩১৯-এ। অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লেও, শুক্রবারের রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যা কমেছে। রাজ্য সরকার জানিয়েছে, কলকাতায় ৬ তারিখে কনটেইনমেন্ট জোন ছিল ৩৩৪। আজ তা কমে দাঁড়িয়েছে ৩১৯-এ।

మరింత సమాచారం తెలుసుకోండి: