মঙ্গলবার 'ইন্ডিয়া হেরাল্ড' খবর করেছিল বুধবার অর্থাত আজ বিজেপিতে যোগ দেবেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একই দিনে গেরুয়া শিবিরে নাম লেখাবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই খবরই সত্যি হলো। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। আর বিজেপিতে যোগ দিয়েই বিষ্ফোরক তিনি। শোভন বাবু বলেন, ‘‘পঞ্চায়েতের সময় থেকেই ভোটে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে। আমি তখনই বলেছিলাম, এটা ঠিক হচ্ছে না। এই মুহূর্তে আমি ইতিবাচক শক্তির হাত ধরতে চাই।’’ শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এদিন বিজেপির সদর দফতরে পৌঁছে যান আরও এক তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। তবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না সে বিষয়ে কিছু খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তিনি বিধানসভায় কখনই জাননি। ২০১৮ সালের ২০ নভেম্বর অর্থাত ৯ মাস তিনি বিধানসভায় জাননি। এমনকী দলের কোনও কর্মসূচীতেও অংশগ্রহণ করেননি। জল্পনা ছড়িয়েছিল, স্পিকার ফোন করায় তিনি দেখা করবেন বলেছিলেন। সেখানেই তৃণমূলের অনেকেই আশাবাদী হয়েছিলেন হয়তো কিছুটা নরম হয়েছেন শোভন। কারণ, ফিরহাদ হাকিম ফোনে কথা বলেছেন, সুব্রত বক্সি ফোনে কথা বলেছেন, এমনকী পার্থ চট্টোপাধ্যায় নিজে শোভনবাবুর বাড়ি গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। তাতেও কিছুতেই নরম হননি তিনি। তবে সেই আশার আলো দেখা যাচ্ছিল বলে কিছুটা জল্পনা হচ্ছিল, কিন্তু দূত মারফত মঙ্গলবার ইস্তফা পত্র দেওয়ার পর সেই জল্পনাও শেষ হল। তখনই জল্পনা শুরু হয়েছিল এবার হয়তো বিজেপিতে যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার বিকেলে সেই জল্পনাই সত্যি হলো।



మరింత సమాచారం తెలుసుకోండి: