বিশ্বকাপ সেমিপাইনালের পর আর ক্রিকেট মাঠে ব্যাট আর গ্লাভস হাতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনি যথন নাম সরিয়ে নিলেন, তখন সবাই ভেবেছিলেন তিনি হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। পরে জানা গেল তিনি ছুটি নিয়ে ভারতীয় সেনাদের সঙ্গে ট্রেনিং করতে গিয়েছেন। আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর বেশ কিছুদিন আগে এক সন্ধ্যায় তাঁর প্রেস কনফারেন্সের খবর ছড়িয়ে পড়ে। অবসর নিতে চলেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। পরিস্থিত এমনম পর্যায়ে পৌঁছয় আসরে নামতে খোদ নির্বাচক প্রধান এসএসকে প্রসাদকে। কিন্তু তারপরও দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সফর থেকে তিনি নাম সরিয়ে নেন। জল্পনা কিন্তু বাড়তে থাকে। আবার সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সেই জল্পনায় যেন ঘৃতাহুতি হয়। এবার সরকারি ভাবে বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর মসনদে বসার পরই মহেন্দ্র সিং ধোনি নিয়ে মুখ খুললেন তিনি। নয়া বোর্ড প্রেসিডেন্ট জানান, আমাকে যখন বাদ দেওয়া হয়েছিল, তখন সবাই বলেছিল আমি শেষ হয়ে গিয়েছি। কিন্তু আমি আবার ফিরে এসেছি। এবং ফিরে আসার পরও খেলেছি। চ্যাম্পিয়নরা দ্রুত শেষ হয় না। ধোনি আমাদের গর্ব। আমি যতদিন আছি প্রত্যেকেই উপযুক্ত সম্মান পাবেন। জানি না ওঁর মনে কী আছে! ভারতীয় ক্রিকেটে ওঁর অবদানের জন্য ধোনির মতো কিংবদন্তীকে নিয়ে আমরা গর্বিত।


మరింత సమాచారం తెలుసుకోండి: