ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলের প্রয়োজনে জ্বলে উঠেছে তাঁর ব্যাট। সেই সঙ্গে তাঁর ব্যাট ভাঙছে বিশ্ব ক্রিকেটের এক একটা রেকর্ড। বুধবার ম্যাচে আরও একটা রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে চেজ মাস্টার বিরাট কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহালি এখনও পর্যন্ত করেছেন ১,০৮৮ রান। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে মোট রানের তালিকায় ফাফ দু’প্লেসি (১,২৭৩ রান), কেন উইলিয়ামসন (১,১৪৮ রান) ও মহেন্দ্র সিংহ ধোনির (১,১২২ রান) পরেই রয়েছেন কোহালি। ধোনির থেকে ২৪ রানের দূরত্বে রয়েছেন কোহালি। আর ২৫ রান করলেই তিনি টপকে যাবেন ধোনিকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Putting in the work shouldn't be a choice, it should be a requirement to get better. #keeppushingyourself

A post shared by Virat Kohli (@virat.kohli) on

మరింత సమాచారం తెలుసుకోండి: