আগামিকাল শুরু মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ৷ আর সেই বিশ্বকাপ শুরুর আগেরদিন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ জানিয়ে দিলেন অষ্ট্রেলিয়াই এই বিশ্বকাপে ফেবারিট৷ তবে ছেড়ে কথা বলবে না ভারতও৷

এই মুহূর্তে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০তেই এই বিশ্বকাপ৷ কুড়ি-কুড়ি ওভারের এই প্রতিযোগিতার আয়োজক এবার অস্ট্রেলিয়া৷ আগামিকাল সিডনিতে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারতীয় প্রমীলাবাহিনী৷
আরও পড়ুন: নারী দিবসেই বিশ্বসেরা হওয়ার সুযোগ ওদের সামনে
আর সেই ম্যাচ শুরুর একদিন আগেই এল প্রাক্তন অধিনায়কের এই মত৷ যা অবশ্যই ক্যাপ্টেন হ্যারির দলের মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে৷

মিতালি এবারের বিশ্বকাপের পর্যালোচনায় কলম ধরেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির হয়ে৷ বৃহস্পতিবার আইসিসির ওয়েবসাইটে তাঁর একটি লেখা প্রকাশিত হয়েছে৷ সেই লেখাতেই তিনি এবারের বিশ্বকাপ সম্বন্ধে এই পূর্বাভাস জানিয়েছেন৷
আরও পড়ুন: বাইশ গজের বিশ্বযুদ্ধে সেরা হওয়ার দাবিদার ভারতের দুর্গারা
তিনি লিখেছেন, আগের তুলনায় মহিলাদের ক্রিকেট নিয়ে উৎসাহ বেড়েছে৷ মানুষ সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যম থেকে খবর নিচ্ছে৷ তাই উৎসাহের পারদও চড়ছে৷

পাশাপাশি এখনকার খেলোয়াড়রা ভালো মাঠে খেলতে পারছেন বলেও মিতালি লিখেছেন৷ উদাহরণ হিসেবে তিনি এবারের বিশ্বকাপের দু’টি মাঠের কথা লিখেছেন৷ একটি মেলবোর্নের এমসিজি আর দ্বিতীয়টি পার্থের ওয়াকা৷ আগে এমন মাঠে খেলার সুযোগ ছিল না বলে তিনি আক্ষেপ করেছেন৷
আরও পড়ুন: একনজরে জেনে নিন বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি
পাশাপাশি বিশ্বকাপের কথা উল্লেখ করতে গিয়ে মিতালি লিখেছেন, এখন আর কোনও একটি দল ফেবারিট নয়৷ এখন চার-পাঁচটি দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে৷ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কা হারিয়েছে ইংল্যান্ডকে৷ সেই উদাহরণ টেনে মিতালি লিখেছেন, এই ঘটনা আবারও ঘটতে পারে৷

এই বিশ্বকাপের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় একটি ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করেছিল৷ সেই সিরিজের প্রসঙ্গ টেনে মিতালি লিখেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ১৭০ রান তাড়া করেছে৷ ফলে বিভিন্ন দলের মধ্যে ফারাক কমছে৷
আরও পড়ুন: বাঁচতে চেয়ে সাহায্যের আবেদন ক্যানসার আক্রান্ত যুবকের
আগের ম্যাচগুলি বিশ্বকাপের ফরম্যাটে ছিল না৷ সেকথা মেনে নিয়েই মিতালি লিখেছেন, অস্ট্রেলিয়া ফেবারিট৷ কিন্তু কেউ কাউকে ছেড়ে দেবে না৷ বিশেষ করে ভারত তো নয়ই৷
কেন তিনি ভারতের উপর আশাবাদী, সেকথাও ওই কলমে লিখেছেন মিতালি৷ তাঁর মতে, ভারতীয় দলে প্রতিভার অভাব নেই৷ তাঁর ধারণা, ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ বড় রানের হবে৷

మరింత సమాచారం తెలుసుకోండి: