নতুন নিয়ম মেনে নতুন বছরের শুরুতেই লঞ্চ হল Royal Enfield Classic 350 BS6। Royal Enfield এর সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল Classic 350। আপাতত শুধুমাত্র BS6 দূষণ বিধি মেনে লঞ্চ হল এই মোটরসাইকেল। 2020 সালের মাঝামাঝি নতুন ভার্সনে লঞ্চ হতে পারে Royal Enfield Classic 350। চলতি বছর এপ্রিল মাস থেকে ভারতে সব মোটরসাইকেলে BS6 দূষণ বিধি বাধ্যতামূলক হচ্ছে।

আপাতত BS6 ভার্সনে এই মোটরসাইকেল কিনতে BS4 ABS ভার্সনের থেকে 11,000 টাকা বেশি খরচ করতে হবে। BS6 Royal Enfield Classic 350 মোটরসাইকেলের এক্স শো-রুম দাম 1.65 লক্ষ টাকা। Royal Enfield Classic 350 BS6 মোটরসাইকেলে থাকছে 346cc ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিনে 19.8 bhp শক্তি আর 28Nm টর্ক পাওয়া যাবে। যদিও নতুন মোটরসাইকেলের টেকনিকাল স্পেসিফিকেশন প্রকাশ করেনি কোম্পানি। থাকছে অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার। সব মোটরসাইকেলেই থাকছে ABS।

ইতিমধ্যেই BS6 Royal Enfield Classic 350 বুকিং শুরু হয়েছে। 10,000 টাকার বিনিময়ে Royal Enfield ডিলারের কাছে নতুন মোটরসাইকেল বুক করা যাচ্ছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: